মিয়ানমারে ৫ মুসলমান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করল দেশটি।।

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

মিয়ানমারে ৫ মুসলমান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করল দেশটি।।

দিনরাত সংবাদ: মিয়ানমারের রাখাইন রাজ্যের নির্বাচনী উপ-কমিটি চার রোহিঙ্গাসহ পাঁচ মুসলিম প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে। তাদের পিতা-মাতার নাগরিকত্ব প্রশ্নে মনোনয়নগুলো বাতিল করা হয়।

নভেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

চার রোহিঙ্গা ছিলো ডেমক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পার্টির প্রার্থী এবং পঞ্চমজন বুথিদং টাউনশিপ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।

সাব-কমিটির সেক্রেটারি উ থুরেইন তুত বলেন, তাদের জন্মের সময় তাদের পিতা ও দাদারা দেশের নাগরিক ছিলেন না। তাই তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

প্রত্যাখ্যাত চার প্রার্থী সিত্তুই ও বুথিডং থেকে পার্লামেন্টের নিম্ন কক্ষের আসনে নির্বাচনের জন্য প্রার্থী হয়েছিলেন।

Source দ্য ইরাবতি

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV