মুজিব শতবর্ষে মুজিব এওয়ার্ড পেলেন মস্তাক আহমদ পলাশ

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

মুজিব শতবর্ষে মুজিব এওয়ার্ড পেলেন মস্তাক আহমদ পলাশ

মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “মুজিব শতবর্ষে মুজিব এ্যাওয়ার্ড ২০২০” প্রদান অনুষ্ঠান ‘সেগুন চাইনিজ হোটেল’ সেগুন বাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশন-এর সিনিয়র সহ-সভাপতি কাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনয়ার সিরাজুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলোক হেলথ কেয়ার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, মানবসেবা কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক এম মঞ্জুর কাদের, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন ও সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সিলেটের কৃতি সন্তান মোস্তাক আহমদ পলাশকে ও অন্যান্য গুনিজনের মধ্যে “মুজিব শতবর্ষে মুজিব এ্যাওয়ার্ড ২০২০” প্রদান করা হয়।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমদের কাছ থেকে মোস্তাক আহমদ পলাশের পক্ষে এ্যাওয়ার্ড গ্রহণ করেন দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুবুল আলম।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV