সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে জগন্নাথপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ শ্রমিকলীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রতিরোধযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন। আজ আজ ১৬ ই ডিসেম্বর বুধবার ভোরে উপজেলার বঙ্গবন্ধুর চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পকস্তবক অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক,উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর উপজেলা আওয়ামী এর সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছাঃ শিরিনা বেগম, যুবলীগ সভাপতি মোঃ কামাল উদ্দিন, ছাত্র লীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু হুরায়রা সাদ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT