যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ব্রিটিশ বাংলা এসোসিয়েশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ব্রিটিশ বাংলা এসোসিয়েশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

 

দিনরাত সংবাদ :: যুক্তরাজ্য ভিত্তিক কমিউনিটি সংগঠন ব্রিটিশ বাংলা এসোসিয়েশন বাংলাদেশের প্রত্তন্ত অঞ্চলের অসহায় গরিব শীতার্ত মানুষের মধ্যে দীর্ঘ দিন থেকে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল দিরাই উপজেলায় ধল গ্রামে শীত বস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, সিলেট বিভাগের পাচঁটি থানায় বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে শীত বস্ত্র বিতরণ হচ্ছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব তাজ উদ্দিন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এবং সংগঠনের অন্যতম সদস্য মিলন চৌধুরী, সভা পরিচালনা করেন ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাখাওয়াত শাহীদ।

সভার শুরুতে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরণ এর উদ্বোধন করেন ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউ কে এর সভাপতি বিশিষ্ট কমিউনিটি বেক্তিত্ব জনাব শরিফুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। (ভার্চুয়াল) সংগঠনের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজ সেবক শাহীন মিয়া, সংগঠনের অন্যতম সদস্য এবং বিশিষ্ট সমাজ সেবক জনাব পাশা মিয়া আরো উপস্থিত ছিলেন, দিরাই ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা — সঞ্জয় চৌধুরী। উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ আহমদ দুলাল,মোশাররফ মিয়া,পাবেল হাসান।এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণের সভাপতি ইমরুল হাসান সজল,সহ-সভাপতি রুমন আহমদ,আজাদ মিয়া। যুগ্ম-সম্পাদক রনি,ইমরান, তোফাজ্জুল, আহসান হাবীব সহ আরও অনেকেই। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম,ধল গ্রামের বিশিষ্ট মুরুব্বী কবির মেম্বার,বিশিষ্ট মুরুব্বী রাজা মিয়া,বিশিষ্ট মুরুব্বী মনোহর মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম,সাহেল আহমদ, দুলাল মিয়া, আহসান হাবীব প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV