সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫
বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের মিশিগানে গুলিবিদ্ধ হয়ে আবদুল আহাদ (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল (পীরবাড়ি) গ্রামের শফিক আলীর ছেলে।
গেল রবিবার (২৫ মে) রাতে ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দীর্ঘদিন ধরে পরিবার-পরিজনসহ আবদুল আহাদ বসবাস করছিলেন মিশিগানের ডেট্রয়েট সিটির ম্যাগডুগাল স্ট্রিটে। এ ঘটনায় এনাম উদ্দিন দৌলার ছেলে মাসুম আহমদ ও আব্বাস উদ্দিনের ছেলে রুমন আহমদ গুরুতর আহত হয়ে ডেট্রয়েট সিটির হেনরিফোর্ড হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। এর মধ্যে, মাসুম আহমদ লাইফ সাপোর্টে আছেন বলে তাঁর পারিবারিক একটি সূত্র নিশ্চিত করেছে। আহত দু’জনের বাড়িই সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতলা ইউনিয়নের গোলাটিকর গ্রামে।
পারিবারিক সূত্র জানায়, দু’টি গাড়ির মধ্যকার ধাক্কা লাগাকে কেন্দ্র দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনা নিষ্পত্তি করতে ঘটনার দিন রবিবার রাতে সালিশ বৈঠক বসে মিশিগানের ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকায়। একপর্যায়ে সেখানেও দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় একটি পক্ষের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সমস্যা সমাধানে সেখানে যাওয়া আব্দুল আহাদ। একই সময়ে গাড়ি চাপা দেওয়া হয় মাসুম ও রুমানকে।
এ বিষয়ে কথা হলে আবদুল আহাদের মামা শানুর মিয়া (৫৫) বলেন, ‘ভাগ্নে আহাদ তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় পরিবারের সাথে যুক্তরাজ্যে পাড়ি জমায়। তিন ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। ঘটনার দিন দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি করতে সে ওখানে গিয়েছিল। পরে আবারো মারামারি লাগলে তার গায়ে এসে গুলি লাগে। সেখানেই সে মারা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT