রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন চলছে

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন চলছে

রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে সিলেট জেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে,শিক্ষা ও সামাজিক সহযোগিতার লক্ষ্য-উদ্দেশ্যে কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দেশে-বিদেশে অবস্থানরত তরুণ-যুবকদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন টি এতে বিভিন্ন পুরস্কারের ব্যাবস্থা করা হয়েছে  প্রথম পুরস্কার হিসাবে থাকছে ৩০,০০০ ৳ (ত্রিশ হাজার টাকা) সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র। দ্বিতীয় পুরস্কার ২০,০০০ ৳ (বিষ হাজার টাকা) সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র। তৃতীয় পুরস্কার: ১০,০০০ ৳ (দশ হাজার টাকা) সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র। চতুর্থ পুরস্কার: ৮,০০০ ৳ (আট হাজার টাকা) সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র। পঞ্চম পুরস্কার: ৫,০০০ ৳ (পাঁচ হাজার টাকা)

সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র। এছাড়াও ৫ জনের জন্য থাকবে বিশেষ পুরস্কার, অর্থ ও সম্মাননা ক্রেস্ট।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য থাকবে অংশগ্রহণমূলক পুরস্কার।

 

প্রতিযোগিতা, নিয়মাবলীসমুহ ঃ

১. প্রতিযোগিতা হবে ১-৩০ তম পারা পর্যন্ত। প্রতিযোগি অবশ্যই ২০২৪ ও ২০২৫ সালে ৩০ পারা সবক মুখস্ত সম্পন্নকারী শিক্ষার্থী হতে হবে। ২. প্রতিযোগী অবশ্যই সিলেট জেলার নাগরিক হতে হবে। ৩. একই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। ৪. আবেদন ফরমে প্রতিষ্ঠান প্রধান সত্যায়িত সিল-স্বাক্ষর ও মোবাইল নম্বরসহ জমা দিতে হবে।  ৫. আবেদন ফরমের সাথে প্রতিযোগীর এক কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি, পিতার জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে আসতে হবে।  ৬. প্রথম পর্বের প্রতিযোগিতা সকাল ৯ ঘটিকা থেকে শুরু হবে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। ৭. আবেদন ফরম জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১০ আগস্ট ২০২৫ ইংরেজি।৮. ফরম প্রাপ্তির পর প্রতিযোগিতার তারিখ এবং স্থান কমপক্ষে ৭ দিন পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবগত করা হবে। ৯. জাতীয় ও আন্তর্জাতিকভাবে (১-৩০ তম পারা) পুরস্কারপ্রাপ্ত কোনো ছাত্র প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে না। ১০. সেরা ১০ জন প্রতিযোগীকে নিয়ে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। ১১. তথ্যগত কার্চুপি কিংবা বর্ণিত শর্তাবলির বহির্ভূত কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে এসোসিয়েশন প্রতিযোগীর ফলাফল বাতিল করাসহ যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করলে, তা সন্তুষ্টচিত্তে মেনে নিতে হবে এবং বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ফরম এবং বিস্তারিত জানতে যোগাযোগ: ‪+8801339246634 (শুধুমাত্র হোয়াইটআ্যপস) প্রয়োজনে , ফখরুল ইসলাম বিপ্লব +96599816659 ,হাফেজ মতিউর রহমান চৌধুরী +8801738441548 ,সাইদুর রহমান +8801728764351

বিজ্ঞপ্তিঃ

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV