সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
দিনরাত সংবাদ ::সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিনের (৩০) মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কবর থেকে তোলা হবে। সকাল ৯টায় মরদেহটি কবর থেকে তোলার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান।
বুধবার (১৪ অক্টোবর) (১৩ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল বাতেনের আবেদনের প্রেক্ষিতে রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দেন জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান। মামলার তদন্তে জড়িত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের নির্দেশক্রমে মামলাটির দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ও কাস্টঘর এলাকা পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর বিকালে রায়হানকে তুলে নেয়ার জায়গা কাস্টঘর ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহত রায়হানের বাড়ি আখালিয়া নেহারিপাড়া এলাকায় যায় পিবিআই তদন্ত দল।
এসময় পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান জানান- রায়হান হত্যা মামলার তদন্তভার পাওয়ার পর সকাল থেকেই পিবিআই মাঠে কাজ করছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের স্বার্থে যা যা করার দরকার সবই করবে পিবিআই।
গত রোববার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রায়হান উদ্দিন মারা যান। তিনি সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়া এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের লোকজন ও স্বজনদের দাবি, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। তবে সাময়িক বরখাস্তের পর থেকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া পলাতক রয়েছেন।
এদিকে সন্দেহভাজন কোন আসামী যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে সিলেট জেলা পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT