সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
দিনরাত সংবাদ:
র্যাব-৯ এর অভিযানে এসএমপির শাহপরান থানার খিদিরপুর এলাকা থেকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শাহপরান থানার খিদিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং মিডিয়া অফিসার এএসপিও বাইন এর সমন্বয়ে গঠিত সদর কোম্পানি (সিলেট ক্যাম্পের) একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত ডালিম আহমেদ (২৮) শাহপরাণ থানার ইমরান মিয়ার পুত্র।
র্যাব জানায়, এসএমপির এর শাহপরান থানার (খিদিরপুর) এলাকায় অভিযান পরিচালনা করে শাহপরান থানার হত্যা চেষ্টা মামলার একজন আসামি গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে শাহপরান থানায় মামলা নং- ১০,তারিখ ০৯/০৬/২০১৯ ধারা-৩২৬/৩৪১/৫০৬/৩২৩/৩০৭ রুজ থাকায় তাকে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
(সংগ্রহীত)
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT