সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

ওসমানীনগর প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনায় যখন গোটা দেশ শোকাহত, তখন রাষ্ট্রীয়ভাবে পালিত শোক দিবসে সিলেটের ওসমানীনগরের একটি বিদ্যালয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। ঘটনাটি নিয়ে উপজেলা জুড়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ।
ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক দিবসের দিন দুপুরে ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের নাজিরবাজার এলাকার জয়বুননেছা গার্লস হাই স্কুলে বিদ্যালয় প্রতিষ্ঠাতা মো. নুরুল ইসলাম, তার স্ত্রী নীলিমা ইসলাম এবং তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় স্কুলপ্রাঙ্গণে শিক্ষার্থীদের মাধ্যমে ফুল দিয়ে শুভেচ্ছা, মানপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদানসহ আয়োজিত হয় ঘন্টাব্যাপী এক জমকালো অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। তার পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানটি, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থীদের স্মরণে পালিত শোক দিবসের দিনে আয়োজন করায় অনেকেই এটিকে ‘দায়িত্বহীন’ ও ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন।
স্থানীয় একাধিক শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকরা বিষয়টিকে রাষ্ট্রীয় শোক দিবসের চেতনার পরিপন্থী এবং শোকাহত জাতির প্রতি অসম্মানজনক বলে মনে করছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন, “রাষ্ট্রীয় শোক দিবসে এমন আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ অনুচিত। চাইলেই অনুষ্ঠানটি স্থগিত করে পরে করা যেতো।”
দয়ামীর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন, “যদি এমন কোনো অনুষ্ঠান হয়ে থাকে, তবে তা অবশ্যই অনুচিত ও অগ্রহণযোগ্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায় বলেন, “শোক দিবস পালন সংক্রান্ত নির্দেশনা আমরা পূর্বেই পাঠিয়েছি। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশনা লঙ্ঘন করে এ ধরনের অনুষ্ঠান করে থাকে, তবে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৭১৫৩৩৬২১৪) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জাতীয় শোক ও গভীর ট্র্যাজেডির দিনে এমন উৎসবমুখর আয়োজন কতটা শোভনীয় ছিল—সেই প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ও সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT