সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মুজিবুর রহমান ডালিম মাদক ব্যবসায় বাঁধা প্রদানের ঘটনায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্তৃক তার সিলেট শহরতলীর শাহপরানস্থ বাসভবনে হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন কানাইঘাটের বিভিন্ন মহল। পৃথক পৃথক প্রতিবাদলিপিতে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা জাতীয়পার্টির আহ্বায়ক আলা উদ্দিন মামুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাদির, বিভিন্ন মহল, সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকার যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ঠিক সেই মুহুর্তে মাদক ব্যবসায় বাঁধা প্রদানের ঘটনায় একজন সাংবাদিকের বাস ভবনে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হামলা-ভাংচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার জন্য সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT