সিলটপ ট্রেভেলস এর শুভ উদ্ভোধন : অফিস সিলেটের বন্দর রংমহল টাওয়ারে

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

সিলটপ ট্রেভেলস এর শুভ উদ্ভোধন : অফিস সিলেটের বন্দর রংমহল টাওয়ারে

মামুন চৌধুরী:: সিলেটে বিদেশ যাত্রীদের ভ্রমণ সহজ করতে নতুনত্ব নিয়ে উদ্ভোধন হয়েছে সিলটপ ট্রেভেলস। হজ্ব উমরাহ্ সাশ্রয়ী প্যাকেজে এ ট্রেভেলস এক ধাপ এগিয়ে।

৫ অক্টোবর দুপুর ২ টায় সিলেট শহরের বন্দর রংমহল টাওয়ারের ৪র্থ তলায় শুরু হয় সিলটপ ট্রেভেলস এর পদযাত্রা।

সিলটপ ট্রেভেলস এর প্রোপাইটর কানাইঘাটের কৃতি সন্তান তরুণ সমাজ সেবক, ক্রীড়াবিদ ও সফল ব্যবসায়ী মোঃ সালেহ আহমদ।

উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ এর পক্ষে মোঃ লুৎফুর রহমান শিমু , রংমহল টাওয়ারের ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা বাহার উদ্দিন, সাংবাদিক মোঃ আব্দুল হালিম সাগর, প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক রাজাগঞ্জের মোঃ শাহ ইসমাইল সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলটপ ট্রেভেলসের স্বত্বাধিকারী সালেহ আহমদ বলেন, আমি চেষ্টা করবো যাত্রীগণকে সর্বোচ্চ সেবা দিতে। আমার জন্য দোয়া করবেন, আমি যেনো সততার সাথে সামনের দিনগুলো পাড়ি দিতে পারি। তিনি আরো বলেন, সিলটপ ট্রেভেলস এ অফিসিয়াল কাজের জন্য যোগাযোগ মোবাইলে ০১৯১৬১৬৪৪৬০ ও ইমেইল salehahmed4406@gmail.com করতে পারেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV