সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১
দিনরাত ডেস্ক : সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড অপারেশন) হিসেবে যোগদান করলেন জনাব মোঃ গিয়াস উদ্দিন আহমদ পিপিএম। রোববার (২৮ ফেব্রুয়ারী) তিনি সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করেন।
মোঃ গিয়াস উদ্দিন আহমদ ২০তম বিসিএস এ কৃতিত্তের সাথে উত্তীর্ণ হয়ে ২০০১ সালে পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি রাজবাড়ী জেলা, আরআরএফ সিলেট, সিলেট জেলা, ঠাকুরগাঁও জেলা, ডিএমপি, পঞ্চগড় জেলা (পুলিশ সুপার হিসেবে), এসবি, ঢাকা এবং এসএসএফসহ পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পদকে ভূষিত হন। তিনি ২০০৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভোরিকোস্টে পুলিশ অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ গিয়াস উদ্দিন আহমদ ১৯৭৩ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশ বিদেশে পুলিশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষন গ্রহন করেন।
দায়িত্ব পালন কালে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT