সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
দৈনিক সিলেটের দিনরাতঃঃ
,
মুনির তপন ও জুয়েলের খুনিদের বিচারের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সিলেট মহানগর শাখার অবস্থান কর্মসূাচ পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালন করেন মহানগর শাখার নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, স্বৈরচার বিরোধী আন্দোলনে সিলেটের ছাত্র সমাজ যখন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলো। ঠিক তখনই স্বৈরাচারের সহযোগিতায় ৭১’ এর ঘাতক জামাত-শিবির চক্র সংগ্রাম পরিষদের কর্মীদের উপর হামলা চালায়। এর প্রতিবাদে সিলেটের ছাত্র সমাজ আন্দোলন গড়ে তুলে। ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সংগ্রাম পরিষদের মেধাবী ৩ ছাত্রলীগ নেতা বিশিষ্ট নাট্যকার মুনির এ কিবরিয়া চৌধুরী, মদন মোহন কলেজ ছাত্রাবাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক তপন জ্যোতি দে ও এম. সি একাডেমীর ছাত্রলীগ নেতা এনামুল হক জুয়েলকে নির্মমভাবে হত্যা করে। আজ পর্যন্ত তাদের হত্যার বিচার হয়নি। মুনির তপন ও জুয়েলের হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার জন্য মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের ঘরে বসে থাকলে চলবে না। সেই একাত্তরের পরাজিত শক্তি আবারো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইন করে হলেও দেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
সিলেট মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক এ. কে. কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, জেলা জাসদ নেতা মুহি উদ্দিন আহমদ, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক তুরাব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেপাল দাস, জেলা পরিবেশ বিষয়ক সম্পাদক মুকুল আহমদ, মহানগর জাসদ নেতা জাফর ইকবাল প্রমুখ।
অবস্থান কর্মসূচির পূর্বে সিলেট জেলা ও মহানগর জাসদের পক্ষ থেকে শহীদের সম্মানে শহীদদের প্রতিকৃতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT