সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাত পোহালেই সিলেটের বিভাগীয় প্রশাসন আয়োজন করছে ‘সিলেট বিভাগের পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক সভা। তবে এ সভায় আমন্ত্রণ জানানো হয়নি পর্যটন খ্যাতের সংশ্লিষ্ট অতিবঃ গুরুত্বপূর্ণ দুই সংগঠন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ- আটাব এবং ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- টোয়াবকে। এটি নিয়ে পর্যটন সংশ্লিষ্ট মহলে তোলপাড় চলছে।
জানা যায়, আগামীকাল বৃহষ্পতিবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট-এর সম্মেলন কক্ষে ‘সিলেট বিভাগের পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক সভার আয়োজন করেছে বিভাগীয় প্রশাসন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব দেবজিৎ সিংহ।
উক্ত সভায় সংশ্লিষ্ট প্রায় সকল স্টেকহোল্ডার ও নিজেদের পছন্দ মতো দুই একটি পর্যটন সংশ্লিষ্ট সংগঠনকে আমন্ত্রণ জানানো হলেও এই খাতের সব চেয়ে বড় দুটি সংগঠনকেই আমন্ত্রণ জানানো হয়নি।
আটাব, সিলেট’র সেক্রেটারি দেওয়ান রুশো চৌধুরী বলেন, আটাব বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন । আটাব সদস্যরা সরকারের লাইসেন্স প্রাপ্ত ট্রাভেল ও ট্যুর অপারেটর। কিন্তুু অত্যান্ত পরিতাপের বিষয় সিলেট বিভাগীয় পর্যায়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে সেখানে সিলেট বিভাগের কোন আটাব সদস্যদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, কেনো জানানো হয়নি সেটা আয়োজনের সাথে সংশ্লিষ্টরা ভাল জানেন। পর্যটন খাতে বিকাশে আটাব সদস্যদের অংশগ্রহণ সবচেয়ে বেশি তাদেরকে সম্পৃক্ত না করাটা কতটুকু যুক্তিযুক্ত আয়োজকদের ভাবা উচিত।
সিলেট অঞ্চলের টোয়াব সদস্য ও ট্রাভেল এজেন্টস ওনার্স ক্লাব সিলেট এর সেক্রেটারী জেনারেল মো. মোজাম্মেল হোসেন বলেন, সিলেট বিভাগে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে কর্মশালা হচ্ছে অথচ সিলেট বিভাগের যারা ট্যুর অপারেটর আমরা জানিনা এটা অত্যন্ত দু:খজনক। পর্যটন খাতের বিকাশে যাদের অবদান সবচেয়ে বেশি সরকার কর্তৃক নিবন্ধিত সে সব ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের কর্মশালায় আমন্ত্রণ না জানিয়ে কিভাবে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ করবেন সেটা বোধগম্য হচ্ছেনা।
বিষয়টি নিয়ে জানতে জানতে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর সরকারী মোবাইল ফোনে কল দিলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT