সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা সীমান্ত থেকে ১ লক্ষ্য ২ হাজার টাকার ৬৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ২ লক্ষ্য ৯৩ হাজার ২০০ টাকার ভারতীয় নিষিদ্ধ ৬৯০০ প্যাকেট (১৭২৫০০ পিস) নাসির বিড়ি আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানাযায়, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির একটি টহল দল ২৭ নভেম্বর শুক্রবার সকল ৯ টার সময় অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২৩২/৪-এস এর এলাকার ১নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিনকোলনী নামক স্থান থেকে ৭০ হাজার ৫০০ টাকা ভারতীয় ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে।এবং সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির একটি টহল দল ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২১৩/৩-এস এর এলাকার ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান থেকে ৩১ হাজার ৫০০ টাকার ভারতীয় ২১ বোতল অফিসার চয়েজ মদ আটক করে।
অপরদিকে গতকাল ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০ টার সময় তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০৩/১-এস এলাকার ৫নং বাধাঘাট ইউনিয়নের লাউরগড় বাজার খেয়াঘাট নামক স্থান থেকে ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকার ৬,৪৪০ প্যাকেট (১,৬১,০০০ পিস) , এবং দোয়ারাবাজার উপজেলা সীমান্তের মাঠগাঁও বিওপির একটি টহল দল একই দিনের ৭ টার সময় সীমান্ত পিলার ১২২৪/৭-এস এলাকার ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান থেকে ১৯ হাজার ৫০০ টাকার ৪৬০ প্যাকেট (১১,৫০০ পিস) ভারতীয় নাসির বিড়ি আটক করে।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ -২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে- কর্নেল মো: মাকসুদুল আলম বলেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং নাসির বিড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT