সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় অবৈধ মালামাল আটক

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় অবৈধ মালামাল আটক

শফিকুল ইসলাম স্বাধীন,(সুনামগঞ্জ) তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে ভারতীয় মদ, পাথর এবং বারকী নৌকা আটক।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডুলুরা বিওপির টহল দল ২৯ আগস্ট শনিবার ২:৫০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১২/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলা ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ৩০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০৩টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,৫৩,৬০০/- টাকা।

অপরদিকে একই উপজেলার মাছিমপুর বিওপির টহল দল ২৮ আগস্ট শুক্রবার ১১ বেলা ঘটিকায় সীমান্ত পিলার ১২০৯/৩-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলা ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ৩৫ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৫২,৫০০/- টাকা

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে কর্নেল ) মো: মাকসুদুল আলম জানান।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং পাথর ও বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV