সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
দৈনিক দিনরাত:
সৌদিআরব নতুন দুটি তেল ও গ্যাসক্ষেত্র আবিস্কার করেছে বিশ্বের বৃহত্তম জ্বালানি কোম্পানি সৌদি আরামকো। এ তথ্য জানিয়েছেন সৌদি সরকারের জ্বালানি বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ।
প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান জানিয়েছেন, দক্ষিণ পূর্বাঞ্চলের শহর আরারের আবরাক আল তুলুল খনি থেকে প্রতিদিন ৩ হাজার ১৮৯ ব্যারেল অপরিশোধিত তেল এবং সাড়ে তিন মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এছাড়া, আল জফের, হাদাবাত আল হাজরা গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক ১ কোটি ৬০ লাখ ঘনফুট গ্যাস ও ১ হাজার ৯৪৪ ব্যারেল তেল উত্তোলন করা যাবে।
দেশটির সরকার বলছে, দুটি ক্ষেত্রের মোট তেল ও গ্যাসের পরিমাণ অনুমানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আরামকো।
বর্তমানে সৌদি আরামকোর তেলের রিজার্ভ ২৬১ বিলিয়ন ব্যারেল। যেখানে দ্বিতীয় স্থানে থাকা মার্কিন কোম্পানি এক্সনের তেলের রিজার্ভ মাত্র ১৩ বিলিয়ন ব্যারেল।
সুত্র:সৌদি গেজেট
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT