১ নং কলকলিয়া ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আখতার-উজ জামান

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

১ নং কলকলিয়া ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আখতার-উজ জামান

 

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মুজিব আদর্শের লড়াকু সৈনিক মোঃ আখতার – উজ জামান সমাগত ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানা গেছে।
সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদ নির্বাচন এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী সারাদেশে ৬ টি ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সারাদেশের ন্যায় সমাগত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর নির্বাচনে উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর অন্তর্ভুক্ত কামারখাল গ্রাম নিবাসী বিশিষ্ট মুরুব্বী মোঃ তেরাই মিয়া সাহেবের ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোঃ আখতার – উজ জামান চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী মোঃ আখতার – উজ জামান ১৯৯০ সালে স্থানীয় “সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়” থেকে এসএসসি উত্তীর্ণ হয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “সিলেট এমসি সরকারি কলেজ” থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৯৬ সালে “সিলেট ল’ কলেজে ভর্তি হয়ে প্রথম পর্ব শেষ করলেও জীবন জীবিকার তাগিদে সুদূর প্রবাস যুক্তরাজ্যে গমন করেন। লেখা -পড়ার পাশা-পাশি ছাত্র রাজনীতির সোনালী সময় ৯০’এর দশকে সামনের সারিতে থেকে মুজিব আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ ছাত্রলীগ এর সাথে ছাত্রদের অধিকার আদায় ও লড়াই সংগ্রামে সম্পৃক্ত ছিলেন। এমনকি ১৯৯৯ সালে যুক্তরাজ্য লীডস্ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ও ২০১৩ সালে লীডস্ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আজো আওয়ামী রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন ।
এক বার্তায় তিনি আরও বলেন, দেশ,জাতি ও সমাজের উন্নয়নে কাজ করা আমার স্পৃহা। ব্যক্তিগত ব্যবসায়িক কাজে যুক্ত হয়ে পরায় সামনের সারির রাজনীতি থেকে কিছুটা আড়ালে চলে যাই। ব্যবসায়িক সাফল্যর ধারাবাহিকতায় দু’ তিনটি ‘ইন্ডিয়ান রেষ্টুরেন্ট ‘ গড়ে তুলেছি যুক্তরাজ্যে। রেষ্টুরেন্ট ব্যবসার পাশা-পাশি সততা ও নিষ্ঠার দরুন আমি ‘হাউসিং প্রপার্টি ‘ ব্যবসারও প্রসার ঘটাতে থাকি। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবাণীতে অর্থনৈতিক নিশ্চয়তার চেষ্টা করেছি।কিন্তু মানুষের জন্য কিছু করার টান সব সময় নিজেকে তাড়িত করে। সেই জায়গা থেকে আমার সাধ্যমতো সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সব সময় ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা ও দারিদ্র বিমোচনে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে রমজান মাসে ও ঈদ উপলক্ষে নিম্ন আয়ের মানুষের কাছে উপহার সামগ্রী পৌছে দেয়ার কাজ গত ২ বছর ধরে করে যাচ্ছি। গত এক বছর ধরে কোভিড নাইনটিন এর কারনে সৃষ্ট বিশ্বব্যাপী মহামারীর থাবা প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও বাদ যায়নি। আমার মালিকানাধীন কয়েকটি বাসার বিশটি পরিবারেরও অধিক কয়েক মাসের বাড়ি ভাড়া মওকূফ করি। এই সুবিধা এখনো কিছু পরিবার পাচ্ছে। আরো বড় পরিসরে কাজ করার অভিপ্রায়ে আমি আমার ভাইদের নিয়ে “কাজিন ব্রাদার্স” নামে সংগঠন গড়ে তুলেছি। এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আমি নিজে রয়েছি। অবকাঠামোগত উন্নয়নে শরিক হতে সব সময় সর্বোচ্চ সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছি। কাদিপুর-সাদিপুর ব্রিজ নির্মানের সময় কলকলিয়া ইউনিয়ন পরিষদের জন-নন্দিত চেয়ারম্যান সদ্য প্রয়াত জনাব আব্দুল হাশিম সাহেব এর আহবানে সাড়া দিয়ে সার্বিক সহযোগিতা প্রদান করি।
এছাড়াও ব্যক্তিগতভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানুষের জন্য কিছু করার তাগিদবোধ সব সময় কাজ করে। যুক্তরাজ্যে “রাধারমণ সোসাইটি” অন্যতম সদস্য হিসেবে সম্পৃক্ত রয়েছি। তিনি আরও বলেন, বিগত ১৭ ই জানুয়ারী ২০২১ ইং তারিখে আমাদের খুব প্রিয়জন ও ১নং কলকলিয়া ইউনিয়নবাসীর পরম আত্মীয় জনাব আব্দুল হাশিম সাহেব আকস্মিক মৃত্যুতে খুবই মর্মাহত ও ব্যথিত হই। এ ক্ষতি অত্র ইউনিয়নের জন্য অপূরনীয়। উঁনার জীবদ্দশায় এলাকার উন্নয়ন নিয়ে নানান শলা-পরামর্শ হতো। উঁনার সুদূরপ্রসারী চিন্তা ও বাস্তবায়নের যে ধারা রচিত করে গেছেন, সেটার ধারাবাহিকতা বজায় রাখতে সমগ্র ইউনিয়ন উন্নয়নে অসমাপ্ত কাজগুলা সম্পন্ন করার জন্য এক ধরনের যাতনাবোধ করছি। এই মহতি কাজে যুক্ত হতে এলাকাবাসীর তথা ইউনিয়নবাসীর নৈতিক সমর্থন ও সহযোগীতা একান্ত প্রয়োজন বলে মনে করি।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হতে ইচ্ছা পোষন করছি। প্রকৃতপক্ষে জনগনের সেবক হয়ে এলাকাবাসীর জীবনমান উন্নয়নে শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিতকরনে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমি ইউনিয়নবাসীর দোয়া ভালবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করি।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV