ভারতের আসামের সঙ্গীত রেকর্ড লেবেল "মাটির খাঁচা" কোম্পানির জন্য বাংলাদেশের কবি শাহিন আলম লিখছেন ১০০টি গানের কথা। গানগুলো অডিও আকারে প্রকাশ পাবে এবং ভবিষ্যতে ভিডিও আকারেও মুক্তির পরিকল্পনা রয়েছে।
কবি শাহিন আলম এ বিষয়ে বলেন,
"মাটির খাঁচার মাধ্যমেই আমি সঙ্গীত জগতে প্রবেশ করেছিলাম। প্রযোজক দানেশ আলী যখন বললেন, ‘ভাই, আমাদের ১০০টি গানের লিরিকস দরকার, আপনি লিখে দেন’, তখন আমার মনে সত্যিই অনিন্দ্য সুখ বোধ হল। এমন একটি প্রখ্যাত প্রতিষ্ঠান আমাকে গানের দায়িত্ব দেয়ায় আমি গর্বিত। সঙ্গে সঙ্গেই চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছি।"
জানা গেছে, ১০০টি গানের মধ্যে অনেকগুলো গান ইতোমধ্যে লিখে ফেলেছেন তিনি এবং বাকিগুলোও দ্রুত শেষ করবেন। এর মধ্যে কয়েকটি গানের সুর করেছেন জনপ্রিয় সুরকার ও গায়ক শাহিন নুর, আর সঙ্গীত পরিচালনা করছেন আরফান আলী। কণ্ঠ দিয়েছেন সালমা পারভিন, লারজিনা পারভিন, ছাইনা সরকারসহ অনেক গুণী শিল্পী। এছাড়াও গাইবেন হামিদ আলী ও অন্যান্য শিল্পীরা। বর্তমানে গানগুলোর সুর ও সঙ্গীতায়নের কাজ চলমান রয়েছে।
কবি শাহিন আলম বাংলাদেশের একজন প্রতিভাবান কবি এবং গীতিকার। তিনি দুই বাংলার সঙ্গীত জগতে সমানভাবে পরিচিত, একজন আন্তর্জাতিক গীতিকার হিসেবে। এছাড়া তিনি সুরকার, লেখক ও অভিনেতা হিসেবেও সক্রিয়। তার লেখা গান দুই দেশে নিয়মিত প্রকাশ পাচ্ছে। বিশেষভাবে, তার সিলেটি ভাষায় লেখা গান ব্রিটিশ গায়ক আকিক হারুন গেয়েছেন।
শাহিন আলম বাউল, প্রেমময়, বিচ্ছেদী, ইসলামি সঙ্গীত, গজল ও দেশীয় সঙ্গীতসহ বিভিন্ন ধারায় অবদান রেখেছেন।
এপর্যন্ত তিনি “মাটির খাঁচা”, “মুক্তপাখি”, “মুক্ত খাঁচা”, “এনকে মিউজিক গ্যালারি”, “এনকে টিউন টোয়েন্টিফোর”, “নাশীদ ফিল্ম”, “মুক্তিকুড়ি স্টুডিও”, “এমএইচ মিউজিক ০৭”, “আকাশ মিউজিক স্টেশন” ও “এলজিই প্রোডাকশন”সহ বহু সঙ্গীত লেবেলের সঙ্গে কাজ করেছেন।
তাঁর লেখা “সুখে আছো বন্ধু তুমি” শিরোনামের অডিও অ্যালবামটি “মুক্তপাখি” রেকর্ড লেবেল থেকে প্রকাশ পেয়ে শ্রোতাদের ভালোবাসা পেয়েছে।