সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে করোনার আক্রান্তের সংখ্যা মধ্যখানে কমে গেলেও আবারো বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বিদেশগামী বেশ কয়েকজন রয়েছেন। জানা যায়, গত ২৩ জুলাই থেকে গত ২৭ জুলাই পর্যন্ত কানাইঘাটে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে, আরব আমিরাত প্রবাসী উপজেলার বড়দেশ নয়াগ্রামের মৃত শফিকুল হকের পুত্র বাহার উদ্দিন (৩৩), গাছবাড়ী বাজারের আনছারুল হকের পুত্র আবুল হাসনাত (৩৪), পাত্রমাটি গ্রামের আব্দুল মালিকের পুত্র আবু হোসাইন (৩৫), নয়াগাও গ্রামের জামাল উদ্দিনের পুত্র সাবির আহমদ (২৯), ফাগু গ্রামের মনির আলীর পুত্র আব্দুল জব্বার, ছত্রপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র হেলাল আহমদ (৩০), তারা সবাই আরব আমিরাত প্রবাসী। করোনা দুর্যোগের পূর্বে তারা আরব আমিরাত থেকে দেশে ছুটিতে আসছিলেন। সেখানে ফিরে যাওয়ার জন্য করোনা নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করা হলে সম্প্রতি তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন এবং তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে। অপরদিকে বাউরভাগ ৩য় খন্ড গ্রামের মৃত আব্দুল হকের পুত্র আব্দুল মালিক (৬০), কায়স্থগ্রামের শরীফ আহমদ (৩৩), উপজেলা যুব উন্নয়ন অফিসের মোঃ আব্দুল আউয়াল (৪৭) করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবার রিপোর্ট পজেটিভ এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT