প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২০, ১১:৫৯ অপরাহ্ণ
কামরাণ ভাইকে জান্নাতবাসী করন আল্লাহ

- মুুুজিবুর রহমান ডালিমঃ কামরান ভাই এর পর আর বলা লাগে না পরিচয়। আমার একান্ত আপনজন।ফোন রিসিভ করলেই ভাই ডালিম ভালা আছোনি।কিতা কররায়।আর কেউ এভাবে কি বলে?এতো আদর ও মমতার কামরান ভাই শুধু আমার নয় সকলের সাথে এমন সুমদুর অমায়িক আচরণ কামরান ভাইকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মহান রব। দারুন করোনা প্রাণঘাতী আচোরণ করলো প্রিয় এই মানুষটির সাথে।একটু ও ছাড় দিলোনা হায়! মানুষের মৃত্যুর উছিলা হয় কোন কোন কারণ।আর মহামারীতে মৃত্যু শহীদের সাথে তুলনা সেই সত্যের স্বাধে নিতে হয়তো কামরান ভাই না ফেরার দেশে চলে গেলেন কোটি কোটি হ্রদয়কে কাঁদিয়ে। ওসমানী বিমানবন্দরে দুহাত তোলে তোমি বলেছিলে সিলেটবাসীকে দোয়া করতে। সিলেটের আহাজারি আর কান্না হয়তো তুমি এখন শুনছোনা। তোমাকে দোয়া করছে সিলেটের মাটি ও মানুষ। সকলে কামনা করছিলো তুমি ফিরে আসবে করোনাজয়ী হয়ে।গতকালও সিলেটের মানুষজানে তুমি অনেকটা ভালো আছো। কামরান ভাই জড়িয়ে তোমাকে ধরে যদি কাঁদতেে পারতাম তাহলে হয়তো কিছুটা শান্তি পেতাম। এই মহানগরী শুধু নয় তোমার বিচরণ গ্রামগ্রামান্তরে।আজ সাধারণ মানুষ তাদের প্রিয় কামরানের জন্য একটিই প্রত্যাশা আল্লাহ কামরান ভাইকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করুন।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ মজিবুর রহমান ডালিম, বার্তা সম্পাদকঃ জাকারিয়া হোসেন জোসেফ। ২২৯ এক্সেল টাওয়ার(২য় তলা) সুবিধবাজার-সিলেট।