সিলেটের প্রাণপুরুষ, রাজনৈতিক মহলের প্রিয়পাত্র, সকলের প্রিয় বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টিির কেন্দ্রীয় নেতা এম জাকির হুসেন।এক শোক বার্তয় তিনি শোকাহত সিলেটবাসী ও মরহুম কামরানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আল্লাহর কাছে মরহুম কামরানের জন্য জান্নাতবাসী হোন এই প্রার্থনা করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছে।