সিলেট ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
অলিউর রহমান,ছাতক প্রতিনিধি:
ছাতকের বরেণ্য আলেমেদ্বীন হাফিজ মাওলানা আব্দুল জলিল (৫৫)আর নেই জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার মুহাদ্দিস ও রুক্কা মিফতাহুল উলূম মাদরাসার মুফতামিম শায়খুল হাদীস আল্লাম হাফিজ মাওলানা আব্দুল জলিল উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মাওলানা আব্দুল ওয়াহিদের পুত্র ও দারুল উলুম ছাতক’র প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমানের ভাই। হার্টের সমস্যায় শুক্রবার রাতে সিলেটের ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। হাসনাবাদ দারুল হাদিস মাদরাসার প্রতিষ্ঠাতাদের একজন ও মাদরাসার সাবেক মুফতামিম মরহুম মাওলানা আকরাম আলীর জামাতা ছিলেন তিনি। হাফিজ মাওলানা আব্দুল জলিল জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার শিক্ষা সচিব ছিলেন এবং পরবর্তীতে তিনি মাদরাসার শায়খুল হাদীসের দায়িত্বেও ছিলেন। রুক্কা মিফতাহুল উলুম মাদরাসার মুফাতামিম ছাড়াও তিনি হাসনাবাদ দারুল হাদিস মাদরাসায় শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার ১১ টায় রুক্কা মাদরাসা মাঠে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাজায় আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। এদিকে মাওলানা আব্দুল জলিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার প্রিন্সিপাল ও ইংল্যান্ডের খাদিজাতুল কুবরা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়েখ আব্দুর রব ফয়েজী, জামেয়ার ভাইস প্রিন্সিপাল হাফিজ আব্দুল কাইয়ুম ফয়েজী, ইংল্যান্ড প্রবাসী মাওলানা মোহাম্মদ উল্লাহ , রওজাতুল জান্নাত কাঞ্চনপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মহি উদ্দিন, জামেয়ার সিনিয়র শিক্ষক হাফিজ মাওঃ আহমদ উল্লাহ, উৎসর্গ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শরীফ আহমেদ সহ জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার শিক্ষক বৃন্দ।##
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT