সোমবার রাতে ছাতক থানার এসআই মোঃ আব্দুস ছাত্তার, এসআই মোঃ সিকান্দর আলী, এসআই রাহিম, এ এসআই তোলা মিয়া, এ এসআই শওকত থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাদেক মিয়াকে (৩৮) গ্রেফতার করেছেন। সাদেক মিয়া পৌর সভার চরেরবন্দ এলাকার মৃত আজমান আলীর পুত্র।
পুলিশ জানিয়েছে ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০.০২.২০২৫ খ্রি, ধারা-The Special Power's Act, 1974. Section 15 (3) /25 -D এর সন্ধিগ্ধ আসামী তিনি। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।