সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আফিয়া(২৬) ও এজাহার নামীয় আসামী কামরুল(২৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন এর নেতৃত্বে এসআই শাহ আলম, এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ ২৭শে জুন রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় জগন্নাথপুর উপজেলাধীন হলিকোনা বাজার সংলগ্ন হাওড় হইতে এই উপজেলার মহিষাকোনা গ্রাম নিবাসী আব্দুল আহাদ এর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-১১, তারিখ- ২০ জুন, ২০২৫; জি আর নং-১১৬, তারিখ- ২০ জুন, ২০২৫; ধারা- 143/ 341/ 323/ 326/ 379/ 114/506(2) The Penal Code, 1860 এর এজাহারনামীয় আসামী মোঃ কামরুল ইসলাম (২৩)কে ও আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম কাজীরগাঁও গ্রাম নিবাসী ছমির উদ্দিন এর স্ত্রী বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামে বসবাসকারী আফিয়া বেগম(২৬) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৮ শে জুন রোজ শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT