জগন্নাথপুরে মাদরাসার মুহতামীমের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জমিয়তের মানববন্ধন

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫

জগন্নাথপুরে মাদরাসার মুহতামীমের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জমিয়তের মানববন্ধন

 

জগন্নাথপুর প্রতিনিধিঃ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আজ বাদ জুমা উপজেলা পৌর পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়!
জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর কাসিমীর সভাপতিত্বে উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জমিয়ত সহ সভাপতি মাওলানা আতাউর রহমান, নির্যাতিত আলেম মাওলানা শরিফ উদ্দিন জিয়া, জমিয়ত নেতা মাওলানা ফজল আহমদ, জমিয়ত নেতা মাওলানা সৈয়দ সালিম কাসিমী, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাহমান জুয়েল, রানিগঞ্জ জমিয়তের সহ সভাপতি মাওলানা মুজাহিদ খাঁন, জগন্নাথপুর আসাবুন্নেসা মসজিদের ইমাম মাওলানা ইসমাইল খান, উপজেলা জমিয়ত প্রচার সম্পাদক মাওলানা মাহিদুল ইসলাম, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ হাবিব ছালেহ, সেক্রেটারি মাওলানা ইবরাহীম খলীল, যুবনেতা মাওলানা নুমান আহমদ, ইয়াকুব আহমদ, ছাত্রনেতা ফরিদ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন,মাওলানা শরিফ উদ্দিনের উপর হামলায় যারা জড়িত
তাদের অনতিবিম্বে সনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান!

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV