সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
জগন্নাথপুরের পল্লীতে মাওলানা শরীফ উদ্দীন জিয়া(৪৫)কে নামাজ থেকে ধরে নিয়ে ফিল্মি স্টাইলে হাত বেঁধে নির্যাতন করার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে জগন্নাথপুরে তোলপাড় সৃষ্টি হয়েছে। এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ও থানায় অভিযোগ দায়ের।
স্থানীয়, মানববন্ধন,ভিডিও চিত্র ও অভিযোগ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মহিষাকোনা গ্রাম নিবাসী মৃত আবলুছ উল্লাহর ছেলে স্থানীয় মাদানীয়া আমিনীয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা শরীফ উদ্দীন জিয়া (৪৫) গতকাল ১৮ জুন বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার দিকে এই ইউনিয়নের তলের বন হাওরস্থ মোঃ ফারুক মিয়ার ফার্মের দক্ষিণপাড়া বেড়ীবাঁধের উপর থেকে নিজ পালিত গরু আনতে গেলে তৎসময় মাগরিবের আজান হলে বেরিবাধের উপর নামাজ পড়ছিলেন তিনি । তখন নামাজরত অবস্থায় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দেক আলী ও তার লোকজন
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাওলানা শরীফ উদ্দীন জিয়া (৪৫) কে ধরে টেনে-হিঁচড়ে নিয়ে দুই হাত পিছন দিকে বেঁধে বাম পায়ে রামদা দিয়ে আঘাত করে। এমনকি কিল–ঘুষিসহ তাকে শারীরিকভাবে ব্যাপক লাঞ্চিত করেছে। এবং এই মাওলানার পড়নের পাঞ্জাবীর পকেট থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেছেন। মাওলানা শরীফ উদ্দীন জিয়াকে নির্যাতন এর প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ১৯ জুন রোজ বৃহস্পতিবার বাদ যোহর জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে মাওলানা শরীফ উদ্দীন জিয়া ১৯ শে জুন মহিষাকোনা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দেক আলী, ছিদ্দেক আলীর ছেলে মামুন সিদ্দিকি, আব্দুল আহাদের ছেলে কামরুল ইসলাম, মৃত পাইনা মিয়ার ছেলে নিজাম উদ্দিন ও আব্দুল আহাদের ছেলে জুনায়েদ আহমদকে অভিযুক্ত করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী মাওলানা শরীফ উদ্দিন জিয়া বলেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দেক আলীর নেতৃত্বে ও তার ছেলে মামুন সিদ্দেক সহ কয়েকজন বিগত প্রায় ২ মাস পূর্বে তারা মাদ্রাসায় এসে আমার কাছে চাঁদা দাবি করে। এতে আমি অপারগতা প্রকাশ করায় তারা ক্ষুব্ধ হয়ে গতকাল আমার উপর ফিল্ম স্টাইলে নামাজরত অবস্থায় আমার হাত বেঁধে নির্যাতন করেছে। আমি এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT