ছাতকের জাউয়া বাজারে এক ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষে ৩০ ব্যাক্তি আহত হয়েছেন। সংঘর্ষে আহত রুবেল (২২) রামিজ আলী (৫৫) দিলোয়ার (২২) বাবলা (২৬) খুরশিদ আলী (২৫) শানুর (৩০)আব্দুল কাহার( ৪০) আশাকুল (৫০) সাদাম (২২)আগুর মিয়া(৫৫)জাফরুল(৩৫) ছালেক( ২৪) আজির (৩০) আনফর (৩৫)মখলিছ আলী( ৪৫) মুস্তাকিন (১৮) আছমত আলী (২১)জুনুর (২৭) লোকমান( ১৯) লাহিন (২৬) সুলেমান (২৮) রুমন (১৭) সুনা আমিন(২০) সহ আহতদের ৫ জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য দের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
রমজান মাস রোজা রেখে সংঘর্ষ না করে ইফতার ও তারাবী পর ২ পক্ষ সময় নির্ধারণ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দেবেরগাও গ্রামের ইউপি সদস্য আঙ্গুর মিয়া ও সাইদুল ইসলাম মহরির পক্ষদ্বয়ের মধ্যে শনিবার রাত ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বাচ্চু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।##