দোয়ারাবাজারে থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ সহ মাদক ব্যাবসায়ী আটক ২

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৫

দোয়ারাবাজারে থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ সহ মাদক ব্যাবসায়ী আটক ২

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২১ জুন) দুপুর ০১.৩০ ঘটিকার সময় অত্র থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের দিক নির্দেশনায় অত্র থানার এসআই(নিরস্ত্র)/মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দোয়ারাবাজার থানার ০২নং নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের জনৈক গৌছ আলীর মুদির দোকানের সামনে কাঁচা কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নয় বোতল মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মো.জহুর ইসলামের ছেলে (১) মোঃ সুমন মিয়া (১৯) ও রহিমেরপাড়া গ্রামের ইজার আলীর ছেলে (২) ইব্রাহিম মিয়া (২০) এর সাথে থাকা ০১টি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত ০৯ (নয়) বোতল AC BLACK PURE GRAIN DELUXE WHISKY মদ। প্রতিটি কাচের বোতলের গায়ে ইংরেজীতে খোদাই করা AC BLACK আছে। প্রতিটি বোতলে 375 ml করে মোট মদের পরিমান (৩৭৫ X ০৯)=৩৩৭৫ মি.লি বা ৩.৩৭৫ লিটার। প্রতিটি বোতলের মূল্য অনুমান ১০০০/-(এক হাজার) টাকা করে সর্বমোট মূল্য অনুমান (১০০০ X ০৯)=৯,০০০/-(নয় হাজার) টাকা সহ গ্রেফতার করেন।

জানাতে চাইলে, অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন,
এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV