লেখকঃ আজাদ স্বাধীন
উৎসর্গঃ #জর্জ_ফ্লয়েড
সাম্যের পৃথিবীতে সাদা আর কালো
মিলেমিশে থাকলে, বাধা কিসে বলো.?
সাদা-কালো সবকিছু খোদারইতো দান
তবে কেন পৃথিবীতে, এত ব্যবধান.?
সৃষ্টির সেরা জীব, মানুষ জাতি.!
কালো যদি পাশে থাকে, কিইবা ক্ষতি.?
বর্ণবাদের আঘাতে, ঝরছে কত প্রাণ
স্রষ্টার সৃষ্টিকে, কেন এত অপমান.?
চোখ তুমি কালো চাও, চুল চাও কালো
তবে কেন কালোকে, ঘৃণা করো বলো.?
কালোদের দলে ভাই, আমিও আছি
সাদা-কালো একসাথে, আসুননা বাঁচি.?
সুন্দর পৃথিবীতে, কেন বর্ণ বিভাজন.?
রুখে দাও চিরতরে, এই আচরণ।
মরে গেলে লাশ হবে, সবাই সমান
সাম্যের পৃথিবীতে, কেন এই ব্যবধান.?
আবার যদি বলো তুমি, সাদা ই মহান
বলবো আমি কালোই শ্রেষ্ঠ, ক্বাবা ই প্রমাণ।।