সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৫
অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে ৮২গ্রাম সমন্বিত শ্রীশ্রী জনগন্নাথ জিউর আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী দেবের রথ যাত্রা অনুষ্ঠান।
২৭ই জুন সারা বিশ্বের সনাতনী হিন্দু সম্প্রদায়ের সাথে তালমিলিয়ে প্রতিবছরের ন্যায় সহস্র ভক্তগণ মনোবাসনা পুরণের লক্ষ্যে জগন্নাথ দেবের চরণে ফল মুল নিবেদন করেন।
দিবসারম্ভে মন্দির,পূর্বাহ্নে শ্রীশ্রী জগন্নাথ বিগ্রহ রথে উত্তোলনের পরেই ভক্তগনের ঢলনামে ভোগ নিবেদনের জন্য।আশ্রমের সম্মুখ থেকে সকল ধরণের ফলাদি ভোগ নিবেদন শেষে অপরাহ্নে উলুধ্বনি ও শঙ্খধনির সাথে রথটি যাত্রা করে মধ্যনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষীণের মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রথ অবস্থান করে।
এসময় সহস্রভক্তগন রথ টানে অংশ নিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের সান্বিধ্য পাওয়ার চেষ্টা করেন।এবং দিবসের বাকী সময় টুকু ভক্তগন ঐস্থানেই ফল ভোগ নিবেদন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT