সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
আরব-আমিরাতের ৫২তম জাতীয় দিবস ও বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উপলক্ষে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের (UAE) উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর দুবাইয়ের আব্রাউট পার্ক দেওরায় অনুষ্ঠিত আলোচনা সভায় সংযুক্ত আরব-আমিরাতে বসবাসরত জৈন্তাপুর কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক
মো: ফারুক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা, সংযুক্ত আরব-আমিরাতের ৫২তম জাতীয় দিবস ও বাংলাদেশের ৫২তম বিজয় দিবসে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে বক্তারা প্রবাসী পরিবারের প্রতি সরকারের সকল সেবায় অগ্রাধিকার দেওয়ার আহবান জানান। বক্তারা আরো বলেন, উভয় দেশের এই শুভদিনে শুভেচ্ছা জানিয়ে আরো সুখী ও সমৃদ্ধি কামনা করা হয় । পরিশেষে নেতৃবৃন্দ বাংলাদেশের এই বিজয়ের মাসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D