সিলেট ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গভীর রাতে ডাকাতদলের হামলায় খুন হলেন মহসিন মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ী। সোমবার (৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাফি স মিল এলাকায়।
নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ ষ্টেশন রোডের গ্রামীণ টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর মালিক। তিনি উপজেলার নিশাপট গ্রামের মরহুম হাজ্বী আঃ রহিম মাষ্টারের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন মিয়া দোকান বন্ধ করে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ীতে যাবার পথে দেউন্দি ক্রস রোডে গিয়ে শুনেন রাফি স মিলের কাছে ডাকাতরা গাছ ফেলে ডাকাতি করছে। এসময় তারা এগিয়ে গেলে ডাকাতদল তাদেরও আটক করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।ঘটনার সময় মহসিন মিয়া পালিয়ে যেতে চাইলে ডাকাতদল তাকে ধাওয়া করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে ডাকাতদল পালিয়ে যায়। এদিকে মহসিন মিয়াকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি মাঠের কাছে অজ্ঞান অবস্থা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ সাড়াষি অভিযান পরিচালনা করছে। এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।