সিলেট ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৫
ডেস্ক রিপোর্ট:
জলমহাল দখল ও লুটপাটের অভিযোগে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মুক্তাদীর রাজুর পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জিএমএ মুক্তাদীর রাজুর দলীয় পদ স্থগিত করা হলো। এ সিদ্ধান্ত অনুমোদন করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
এর আগে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ধলী বিল (হুরু হাওর) জলমহালের সেচে পানি কমিয়ে মাছ লুণ্ঠনের অভিযোগ উঠে মুক্তাদীর রাজুর বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ হয়।কনকপুর ইউনিয়নের বিএনপির সভাপতি প্রয়াত মো. ফজলুর রহমানের ভোগদখলে থাকা জলমহাল থেকে প্রায় ৮-১০ লাখ টাকার মাছ লুটে নেওয়ার অভিযোগ করেন উত্তরাধিকারী লন্ডন প্রবাসী তৌহিদুর রহমান।
তিনি বলেন, ধলী বিল জলমহাল নিয়ে মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান। আদালতের আদেশে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদীর পক্ষে ভোগদখলের জন্য ইনজাংশন জারি হয়েছে। উচ্চ আদালত সিভিল রিভিশনে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ এবং চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তাদীর রাজু তার লোকজনকে দিয়ে জলমহালটি দখল করেন। তবে ১০ মার্চ রাত ১০টার দিকে স্থানীয় ছাত্র-জনতা অবৈধভাবে সেচ ও মৎস্য নিধনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিলে চারটি মেশিন দিয়ে পানি কমিয়ে আমাদের ৮-১০ লাখ টাকার মাছ লুটে নেওয়া হয়। আমি বিএনপির সিনিয়র নেতাদের জানিয়েছি। তারা বলেছেন আইনগত ব্যবস্থা নেবেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে জিএমএ মুক্তাদীর রাজু বলেন, কেন্দ্রীয় নির্দেশ দেওয়ার আগে দলের কর্মী হিসেবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতো। যে ঘটনা নিয়ে একটি নিউজ হয়েছে এর সত্যতা পাইনি। ঘটনাটি দুটি ইউনিয়নের। আমার নিজ ইউনিয়ন কাগাবলার নড়িয়া ও কনকপুরের ভাদগাও মধ্যে এই জলমহাল নিয়ে প্রতিবছর মারামারি হয়। এবারও একইভাবে হয়েছে। আমি এখানে কাউকে বলিনি দখল করতে কাউকে মারতে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।