সিলেট ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার আসামী আব্দুল্লাহ আল মামুন ওরফে মাহবুব (৩২)কে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার ১৫ মার্চ রাত ১১ টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার এসআই মো.সিকান্দর আলী, এসআই. আশরাফুল আলম, এএসআই মোহাম্মদ তোহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন। আব্দল্লাহ আল মামুন ওরফে মাহবুব গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের তকিপুর-পুর্ব চানপুর গ্রামের আব্দুল তাহিদের পুত্র ও সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। ছাতক থানার সেকেন্ড অফিসার এস আই মোহাম্মদ আব্দুস ছাত্তার জানান, ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০.০২. ২০২৫ খ্রি,ধারা-The Special Powers Act, 1974 Section 15 (3)/25-D এর সন্দিগ্ধ আসামী আব্দুল্লাহ আল মামুন ওরফে মাহবুব। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।