সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:
দোয়ারাবাজারে ৩৫ বস্তা ভারতীয় চিনি ও বহনকারী একটি টমটম (অটোরিক্সা) সহ মতিউর রহমান (৫০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত মতিউর উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাঘাহানা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার বোগলাবাজারের মতির পয়েন্টে মতিউরের দোকান থেকে ২৪ বস্তা এবং দোকানের সামনে থাকা একটি টমটম থেকে ১১ বস্তাসহ মোট ৩৫ বস্তায় মোট ১ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় টমটমসহ চোরাকারবারি মতিউর রহমানকে আটক করা হয়। আটককৃত চিনির বর্তমান বাজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
জানতে চাইলে,দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, মালামাল জব্দ করে আসামি মতিউরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D