সিলেট ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
মহি উদ্দিন আরিফধ র্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ই এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়া মেয়ে মীম আক্তার (০৬) ও পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে সাফায়েত (০৬)।
স্থানীয়রা জানায় সকালে বাড়ির পাশে থাকা পুকুরের পাড়ে খেলাধুলা করছিল মীম ও সাফায়েত । খেলা করার এক পর্যায়ে পাশে থাকা পুকুরের পানিতে তলিয়ে যায় সাফায়েত ও মীম। পরে আত্মীয় স্বজনরা অনেক খুঁজখুজির পর পানিতে ভাসতে দেখে সেখান উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।