সিলেট ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫
মেহেদী হাসান তানিম, এমসি কলেজ প্রতিনিধি:
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের অভিনব পরিকল্পনায় প্রশাসনিক ভবনের ৩৯টি এবং কলাভবনের ১৩টি সিঁড়িতে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীদের সুশৃঙ্খল সারিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।
সকাল ৯টা ৪৫ মিনিটে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজের প্রশাসনিক ভবনের পাদদেশ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর-৯১ এর সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাঙালি সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।
সকাল ১০টা ১৫ মিনিটে কলেজের জারুতলা প্রাঙ্গণে শুরু হয় নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ তাঁর বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরেন এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। এই উৎসব আমাদের ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”
সাংস্কৃতিক অনুষ্ঠানে এমসি কলেজের বিভিন্ন সাংস্কৃতিক দল- মোহনা, থিয়েটার ও মুরারিচাঁদ কবিতা পরিষদের সদস্যরা মনোজ্ঞ পরিবেশনা উপহার দেন। সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও বিভিন্ন লোকজ পরিবেশনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন তারা। এছাড়াও কলেজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন যেমন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, এমসি কলেজ যুব রেড ক্রিসেন্টসহ অন্যান্য শিক্ষার্থীর উপস্থিতি এবং স্থানীয় শিল্পীদের বিভিন্ন পরিবেশনার মাধ্যমে পুরো দিনটি ছিল প্রাণবন্ত। অনুষ্ঠানটির নিরাপত্তায় পুলিশের পাশাপাশি এমসি কলেজের রোভার স্কাউট, বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিন বিশেষ আকর্ষণ ছিল ৩-৪ জন আফ্রিকান অতিথির উপস্থিতি। তাঁরা অনুষ্ঠানের শেষে মুরারিচাঁদ কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং এখানকার ঐতিহ্য ও সৌন্দর্যে মুগ্ধ হন। তাঁরা বাঙালি সংস্কৃতির প্রতি তাদের গভীর আগ্রহ প্রকাশ করেন এবং অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।
দিনব্যাপী এই আয়োজনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।