ছাতকে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৬০ জন কৃষক-কিষানী প্রশিক্ষণ নিলেন

প্রকাশিত: ৬:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

ছাতকে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৬০ জন কৃষক-কিষানী প্রশিক্ষণ নিলেন

সেলিম মাহবুুব,ছাতকঃ

ছাতক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার ২৩ এপ্রিল দিনব্যাপী ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়ন ব্লকের ৬০ জন কৃষক-কিষাণীদের মধ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো.তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ। অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি কৃষি অফিস প্রাঙ্গনে ২০২৪-২৫ অর্থবছরে ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্টেন্স প্রজেক্ট (ফ্রিফ)প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মধ্যে চরমহল্লা ইউনিয়নের কৃষক আব্দুর রাজ্জাক কে ৭০% ভর্তুকি মূল্যে বেড প্লান্টার কৃষি চাষের যন্ত্র মেশিন বিতরণ করা সহ অন্যান্য কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ করা হয়৷

এই সংবাদটি 49 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV