সিলেট ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫
সেলিম মাহবুব,ছাতকঃ
শিল্পনগরী ছাতকের রহমতবাগে প্রতিষ্ঠিত ‘জাবা কুরআনিক গার্ডেন’র আনুষ্ঠানিক পাঠদান শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ এপ্রিল) গার্ডেনের মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও গার্ডেন পরিচালক ক্বারী মাওলানা মুহিবুর রহমান উসমানের পরিচালনায় এক পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নসীহত ও সবক প্রদান করেন বরেণ্য আলেমে দ্বীন মাওলানা শায়খ আব্দুল হান্নান গনেশপুরী। এসময় অন্যান্যদের মধ্যে মাওলানা নুরুল হক, মাওলানা আমজাদ হোসাইন, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাঠদান অনুষ্ঠানে বক্তারা বলেন, জাবা কুরআনিক গার্ডেন কোমলমতি শিশুদের মেধা বিকাশে এক অনন্য ভূমিকা পালনে সক্ষম হবে। এখান থেকে বেরিয়ে আসা কুরআনের পাখিরা শিক্ষক অভিভাবকদের মুখ উজ্জ্বল করতে পারবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।