সিলেট ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলম(২৮), আাদলত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী চৈল(৪৯) ও আক্তার(৩৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ সাকিব হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোঃ লুৎফুর রহমান, এএসআই হুমায়ূন কবির বাহার, এএসআই ভানু লাল রায় এবং এএসআই মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার সহ একদল পুলিশ ২৬শে এপ্রিল দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর সভার ইকড়ছই গ্রাম নিবাসী আরজু মিয়ার ছেলে জগন্নাথপুর থানার মামলা নং- ২০, তাং-২৯/০৩/২০২৫ খ্রিঃ,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)/১৯(ক)/৪১ এর এজাহারনামীয় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ চৈল উদ্দিন মিয়া (৪৯), জগন্নাথপুর উপজেলার বেতাউকা গ্রাম নিবাসী আব্দুল মন্নান এর ছেলে সিআর-৫৮/২৩ (জগঃ) মামলায় আদালত কর্তৃক ২ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২০দিনের বিনাশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামী বদরুল আলম (২৮)। এছাড়াও জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রাম নিবাসী মৃত আব্দুল ছায়েদ মিয়া ওরফে ছমোদ মিয়ার ছেলে এয়ারপোর্ট জিআর- ৯৬/২২ মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়নাভুক্ত পলাতক আসামী মোঃ আক্তার হোসেন(৩৩)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৭শে সুনামগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।