সিলেট ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
দিনরাত সংবাদঃ তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই সিলেটীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) তুরস্ক ও গ্রিসের সীমান্তবর্তী শহর আলেক্সান্দ্রোপোলি শহরে তারা মারা যান।
নিহতরা হলেন, মো. আক্তার আহমেদ ও মো. মিজানুর রহমান।
নিহত মো. আক্তার আহমেদের বাড়ি সিলেট জেলার ওসমানী নগর উপজেলায় এবং মো. মিজানুর রহমানের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।
গ্রিসে বাংলাদেশ কমিউনিটির সভাপতি আব্দুল কুদ্দুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আক্তার আহমেদ ও মিজানুর রহমানের মরদেহ উদ্ধারের পর রাজধানী এথেন্সের ওমোনিয়ার আলজব্বার মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ২-৩ দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্নের পর তাদের মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানো হবে।
আব্দুল কুদ্দুস জানান, মো. আক্তার আহমেদের বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলায়। তার পিতার নাম মনোহর আলী। আর মিজানুর রহমানের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। তার পিতার নাম আসিদুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।