সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২১
সানোয়ার আলী : সিলেটে জ্বালানি তেলের দীর্ঘদিনের সংকট দূর হচ্ছে এবার। প্রায় ৮ মাস বন্ধ থাকার পর সিলেট গ্যাস ফিল্ড লিঃ (এসজিএফএল) থেকে আগামী ১মাসের মধ্যে জ্বালানি তেল উৎপাদন শুরু হবে। সিলেটের জ্বালানি তেলের সরবরাহ আসবে এসজিএফএফ থেকে।
সিলেটে জ্বালানি তেল সংকট নিরসনে বুধবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জ্বালানি সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
জেলা প্রশাসকের কার্যালয়ের সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান (সচিব) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আবু বকর ছিদ্দীক বলেন, সিলেটে কয়েকবার রেলওয়ের তেলবাহী ওয়াগন দুর্ঘটনায় পড়ার পাশাপাশি সিলেটের গ্যাস ফিল্ড থেকে তেল উৎপাদন বন্ধ থাকায় চাহিদা মোতাবেক তেল সরবারাহ করতে সমস্যা দেখা দেয়। কিন্তু এই সমস্যা আর থাকবেনা। সিলেটে আসবে পর্যাপ্ত পরিমাণের জ্বালানি তেল। সড়ক পথের পাশাপাশি এবার নদীপথেও তেল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। খুব দ্রুত সেই কার্যক্রমও শুরু হবে।
তিনি বলেন, সিলেটে জ্বলানি তেল যাতে ঘাটতি না দেখা দেয় সেজন্য সকল সমস্যা থাকার পরেও ভৈরব ও আশুগঞ্জ থেকে তেল সরবরাহ করা হত। যাতে স্টকে কোন ঘাটতি দেখা না দেয়। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি দীর্ঘদিন থেকে সিলেটের গ্যাস ফিল্ড থেকে পেট্রোল ও অকটেন উৎপাদন হচ্ছে না। আমরা সব সমস্যা সমাধান করেই আগামী ১/২ মাসের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড থেকে তেল উৎপাদন শুরু করব। এরপর আশা করছি সিলেটে তেলের কোন সংকট থাকবে না।
এর আগে গত সোমবার বিকেল সিলেটে জ্বালানি তেলের সংকট নিরসনে জ্বালানি ব্যবসায়ীদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে কাওরান বাজারস্থ বিপিসির কার্যালয়ে বিপিসি চেয়ারম্যান আবু বক্কস সিদ্দিকের সাথে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জ্বালানি সংকট নিরসনে চুড়ান্ত পরিকল্পনা দেওয়ার ঘোষণা করা হয়।
এসজিএফএফ থেকে জ্বালানি তেলের উৎপাদন শুরু ও সরবরাহের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী। তিনি বলেন, সিলেটে এখন থেকে আর তেলের সংকট দেখা দিবে না বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান (সচিব)। তিনি সকল সমস্যা সমাধান করে সিলেটে গ্যাস ফিল্ড থেকে ১/২ মাসের মধ্যে আবারও তেল উৎপাদন শুরু হবে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটে সড়ক পথের পাশাপাশি এবার নদীপথেও তেল আসবে। তবে এতে কিছুটা সময় লাগবে। নদীপথে শেরপুরে তেল আসার পর সেগুলো সড়ক পথে সিলেটে আসবে। সেই সাথে সড়ক পথেও সিলেটে আসবে জ্বালানি তেল।
সভায় উপস্থিত ছিলেন পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি মোস্থফা কামাল, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, সিএনজি ফিলিং এন্ড কনভার্শন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সোয়েব আহমদ, ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি হুমায়ূন আহমদ, জ্বালানি তেল ব্যবসায়ী নুরুল ওয়ায়েছ আলতাফী, প্রফেসর সিরাজুল হক, রুবেল আহমদ, খোকন আহমদ, ছায়েম আহমদ, মুশফিক চৌধুরী ছায়েদ, আব্দুল কুদ্দুস, রিয়াজ উদ্দিন, আলমগীর হোসেন, রফিক মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT