সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কানাইঘাট বাজারে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ রবিবার বিকেল ২টায় কানাইঘাট দক্ষিণ বাজার থেকে আনন্দ মিছিল বের হয়ে পূর্ব বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়। আনন্দ মিছিলকালে ছাত্রদলের নেতাকর্মীরা দলের পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে কানাইঘাট উপজেলা ও পৌর এবং কানাইঘাট সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি উপহার দেয়ায় সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলে নানা ধরনের স্লোগান দেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আল-আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন রশিদ চৌধুরী রাসেলের পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন কানাইঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ান করিম, সদস্য সচিব সুহেল আহমদ, কলেজ শাখার আহ্বায়ক ইকবাল আহমদ, সদস্য সচিব জুয়েল রানা সহ ৩টি ইউনিট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। পথ সভায় সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য দলের সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভাবে ছাত্রদলের নেতাকর্মীদের মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT