ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল ধ্বংস,জরিমানা আদায়

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল ধ্বংস,জরিমানা আদায়

অলিউর রহমান,ছাতক প্রতিনিধিঃ
ছাতকের গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ফেলে যায় জাল বিক্রেতারা। বাজারের পুলেরমুখ এলাকায় কারেন্টজাল বিক্রি হচ্ছে জেনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃগোলাম কবির। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে জাল বিক্রেতারা জাল ফেলে পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব জাল জব্দ করে নদীপাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন।

এদিকে ৯ জনকে মাস্ক ব্যবহার না করায় গোবিন্দগঞ্জ পয়েন্ট ও কলেজ রোড সংলগ্ন এলাকা থেকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। দুই হাজার একশ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃগোলাম কবির জানান, সংক্রামক রোগ প্রতিরোধ-নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮/২৪ (১) ধারায় আটক ৯ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাসুদ সরকার, এস আই আনোয়ার হোসেন, সিএ জয়দেব সহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।##

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV