জগন্নাথপুরে এক যুবকের হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন 

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

জগন্নাথপুরে এক যুবকের হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন 

 

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ সনাতনী হিন্দু ধর্ম ত্যাগ করে জগন্নাথপুরে ইসলাম ধর্ম গ্রহন করেছে নবীগঞ্জের স্বজল কান্তি দাস (৩১) নামের এক যুবক।

শান্তির ধর্ম ইসলাম এর অনুশাসে বিশ্বাসী হয়ে মুসলিমদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা স্বজল কান্তি দাস গতকাল ১০ ই মার্চ বাদমাগরিব জগন্নাথপুর পৌর এলাকার ছিক্কা জামেমসজিদ ভবনে অত্র মসজিদের ইমাম মাওলানা মোঃ আবুল কালাম এর মাধ্যমে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে সনাতনী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তহার ( স্বজল কান্তি দাস) এর বর্তমান নাম মোহাম্মদ ওমর ফারুক। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় বসবাস করে আসছেন। মাগরিবের নামাজ শেষে ইসলামে দিক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে মুসল্লিদের উদ্দেশ্যে নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া মোঃ ওমর ফারুক। এ সময় ছিক্কা জামেয়া মসজিদে অন্য সদস্যরা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সদ্য মুসলিম হওয়া নওমুসলিমকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছিক্কা জামেমসজিদ মসজিদ কমিটি।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন ছিক্কা জামেমসজিদ এর ইমাম মাওলানা মোঃ আবুল কালাম ও মুসল্লী বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV