জগন্নাথপুরে পান-সুপারি ব্যবসায়ী শিক্ষার্থী “মনিকা”কে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

জগন্নাথপুরে পান-সুপারি ব্যবসায়ী শিক্ষার্থী “মনিকা”কে আর্থিক সহায়তা প্রদান

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

পান-সুপারি বিক্রেতা শিক্ষার্থী “মনিকা”কে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোল্লারগাঁও গ্রাম নিবাসী জগন্নাথপুর বাজার এর পান-সুপারি ব্যবসায়ী পিযুষ দে দীর্ঘ প্রায় ১ বছর পূর্বে দুরারোগ্য মরনব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। তার এই মৃত্যুতে ব্যবসার হাল ধরে তারই কন্যা সন্তান ইকড়ছই হলি চাইন্ড স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী মনিকা দে। লেখা-পড়ার পাশাপাশি অর্থকষ্টে দুর্ভোগে ছিল মনিকার পরিবার। তাকে নিয়ে লেখা -লেখিও হয় বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়। এই লেখা – লেখির সুবাদে মনিকার অসহায়ের কথা নজরে আসে উপজেলা প্রশাসনের। মনিকার দুর্ভোগ কিছুটা হলেও লাগব করার লক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১৯ শে জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে মনিকা দের হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোল্লারগাঁও গ্রামের বাসিন্দা স্বর্গীয় পিযুষ দে’র চতুর্থ মেয়ে মনিকা রানী দে লেখা-পড়ার পাশাপাশি জগন্নাথপুর বাজারে দীর্ঘদিন ধরে পান-সুপারির ব্যবসা করে চার বোন ও মাকে নিয়ে সংসারের খরছ চালিয়ে যাচ্ছে। বর্তমানে তাঁরা পৌরসভার সুইসগেইট এলাকার একটি কলোনিতে ভাড়ায় বসবাস করছে। মনিকা’র বড় বোন ছাড়া সবাই লেখা-পড়া চালিয়ে যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV