ফয়েজ আহমেদ বাবর থাকবেন জৈন্তিয়ার মানুষের হৃদয়ে

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

ফয়েজ আহমেদ বাবর থাকবেন জৈন্তিয়ার মানুষের হৃদয়ে

শাফী সাম্মি মাহদীঃ

ফয়েজ আহমদ বাবর জৈন্তিয়ার একজন গর্বিত সন্তান । পেশায় অধ্যাপক ।
নেশা ছিল সমাজ-সেবা । এলাকার মাদরাসা, স্কুল—কলেজের পরিচালনা কমিটিতে তার সরব উপস্থিতি, সকল মহলের কাছে প্রিয় ও শ্রদ্ধার বাবর অথবা বাবর স্যার নামে পরিচিত । জৈন্তিয়ার মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ফয়েজ আহমদ বাবর এক সংগ্রামী মানুষ হিসেবে পরিচিত । রাজনৈতিক ভাবে তিনি ছাত্রলীগের তৃনমূল কর্মী ছিলেন । এই সময়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদকের পদে দায়িত্তরত । গত ৩ দিন আগে তিনি হৃদরুগে আক্রান্ত হয়ে নগরীর নুরজাহান হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন । বৃহস্পতিবার দুপুরে এয়ার-এম্বুলেন্সে ফয়েজ আহমদ বাবরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় । রাত ১০ টা ৩০ মিনিটে তিনি লাখো মানুষের ভালোবাসা ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV