মধ্যনগরে তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তনের ৪১ বছর

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২১

মধ্যনগরে তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তনের ৪১ বছর

 

মধ্যনগর প্রতিনিধি::সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা সদরে ৮২গ্রাম সমন্বিত, শ্রী শ্রী জগন্নাথ জিউর আশ্রম কমিটির উদ্যোগে, ৪০প্রহর ব্যাপী বাৎসরিক তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব।১৩ই চৈত্র শনিবার শুভ অদিবাসের মধ্যদিয়ে সংকীর্ত্তনের শুরু এবং ১৯ চৈত্র ১৪২৭ বাংলা শুক্রবার সূর্যোদয়ের মাধ্যমে সমাপ্তি।৪১তম এই ঐতিহ্যবাহী সনাতনী হিন্দু ধর্মালম্বীদের হরিনাম সংকীর্তনের মহাযজ্ঞানুষ্টান।এলাকার হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্ধের পদধূলিতে উৎসাহ ও আনন্দের মধ্যদিয়ে এপর্যন্ত চলতেছে।আশ্রম কমিটির সভাপতি প্রবীর বিজয় তালুকদার দেবল ও সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরীর পরিচালনায় সুষ্ঠ ও সুন্দর মনোরম পরিবেশে আগত ভক্তগন কৃষ্ণ নাম শ্রবণ করছেন।সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী বলেন- আদিকাল থেকেই ঐতিহ্যবাহী ১৬ নাম ৩২অক্ষর নাম সংকীর্ত্তণে মহাযজ্ঞানুষ্টান সুনামের সহিত অনুষ্ঠিত হচ্ছে।এবারো জাতিধর্ম বর্ণ নির্বিশেষে সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে চলমান এবং অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV