মধ্যনগরে মাচা ভেঙ্গে রাজ মেস্ত্রী শ্রমিক আহত

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১

মধ্যনগরে মাচা ভেঙ্গে রাজ মেস্ত্রী শ্রমিক আহত

 

দিনরাত সংবাদ ::সুনামগঞ্জের মধ্যনগরে ১০মার্চ বুধবার বিকেলে সাড়ে ৫টার সময় থানা রোডে বিল্ডিং এর কাজ করতে রাজমিস্ত্রীর যোগালো, এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।জানা যায় কাজ করতে গিয়ে নড়বড়ে বাঁশের মাচা ভেঙ্গে পাকা জায়গায় পড়ে গিয়ে মাথায় জকম ও অঞ্জান হয়ে যায়।সহকর্মী মিন্টু মিয়া জানান আহত ব্যাক্তি ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাভী গ্রামের রইছ মিয়ার ছেলে- সুজা মিয়া (৩৫)।আলমাছ মিয়ার অধীনেই রোজবন্ধী ভাবে আমরা কাজ করে থাকি।কাজ করতে গিয়ে মাচা ভেঙ্গে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় সুজা। চিকিৎসার জন্য নিয়ে আসি,চিকিৎসক ডাঃ সুজিত রায় জানান প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরেছে,শঙ্কামুক্ত এবং তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV